menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Moner Ghore Ektu Ektu Kore

F. A. Sumonhuatong
rmif_starhuatong
Тексты
Записи
আমার মনের ঘরে একটু একটু করে

ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে

আমার মনের ঘরে একটু একটু করে

ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে

আমার মনের ঘরে

যেমন করে পাখি বাঁধে নিজের সুখের ঘর

সুতো ছাড়া বুনোয় বোনা ভালোবাসার ঘর

যেমন করে পাখি বাঁধে নিজের সুখের ঘর

সুতো ছাড়া বুনোয় বোনা ভালোবাসার ঘর

আমার মনের ঘরে একটু একটু করে

ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে

আমার মনের ঘরে

যেমন করে চাঁদের পিঠে লুকিয়ে থাকে তারা

দেখতে যেন কেউ না পারে ওই না চাঁদ ছাড়া

যেমন করে চাঁদের পিঠে লুকিয়ে থাকে তারা

দেখতে যেন কেউ না পারে ওই না চাঁদ ছাড়া

আমার মনের ঘরে একটু একটু করে

ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে

আমার মনের ঘরে

যেমন করে ঝিনুক-মাঝে লুকিয়ে থাকে মুক্ত

তেমনি করে আমার হৃদয় তোমার সাথে যুক্ত

যেমন করে ঝিনুক-মাঝে লুকিয়ে থাকে মুক্ত

তেমনি করে আমার হৃদয় তোমার সাথে যুক্ত

আমার মনের ঘরে একটু একটু করে

ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে

আমার মনের ঘরে একটু একটু করে

ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে

আমার মনের ঘরে একটু একটু করে

ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে

আমার মনের ঘরে একটু একটু করে

ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে

আমার মনের ঘরে

Еще от F. A. Sumon

Смотреть всеlogo

Тебе Может Понравиться