menu-iconlogo
huatong
huatong
avatar

Rana’s Library – Hobo Dujon Shathi হবো দুজন সাথী

Fahmida/Bappahuatong
Rana_E_R_Shuatong
Тексты
Записи
হবো দুজন সাথী

Singer: Fahmida and Bappa

Arranged By Rana

*************

*************

(F) তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী।

(M)তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

*************

*************

(F)তুমি কি নীল মেঘে ঢাকা

আকাশে ঝড় তোলা ভোরে

আমারই মন-ভাঙ্গা ঘরে

রোদেলা দি্ন, ফাগুন হবে?

(M)তুমি কি নীল মেঘে ঢাকা

আকাশে ঝড় তোলা ভোরে

আমারই মন-ভাঙ্গা ঘরে

রোদেলা দি্ন, ফাগুন হবে?

(M+F)তুমি কি দেবে বাবুই পাখির

ঠোঁটে ঠোঁটে বোনা সুখের বসতি?

(M)তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

(F)টেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

*************

*************

(M)তুমি কি ভূল বোঝা প্রহর

গানেরই সূর ভোলা রাতে

আমারই বেদনা মুছে

কিছু গোলাপ দেবে হাতে?

(F)তুমি কি ভূল বোঝা প্রহর

গানেরই সূর ভোলা রাতে

আমারই বেদনা মুছে

কিছু গোলাপ দেবে হাতে?

(M+F)তুমি কি হবে অনেক আশার

মেঠো পথে জ্বলা প্রদীপ, জোনাকী?

(F)তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

টেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

(M)তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

টেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

==ধন্যবাদ==

Еще от Fahmida/Bappa

Смотреть всеlogo

Тебе Может Понравиться