menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Jege Thaki

Franklinhuatong
ptitpapierhuatong
Тексты
Записи
ভোর হলো কখন

শুনছি আমি

পাখির ডাক

দেখছি আমি

সূর্যাস্তটা

সেই তোমার

দু চোখের আঙিনায়

দুঃসহ আমি

জেগে এই রাত্রি

কতো আধার কতো

স্বপ্ন ঘিরে

ভেসে উঠে তোমার ওই

দুই চোখে

আমাকে আজও বসে

শুনিয়ো তোমার ওই কাহিনী

চাঁদের আলো

জনাক রাতে হাতে হাত রেখে

আমি জেগে থাকি

আনমনে

খুজি আজ বৃষ্টির রাতে

তোমার ওই সুর কণ্ঠ কানে

বেজে উঠে

মেঘের ভেলায়

সেই তারার আকাশে

ছায়া হয়ে

থাকবো আমি তোমার পাশে

রাতের আধার কেটে

সকাল হয়ে

তবু ডুবে তোমার ওই

দুই চোখের মাঝে

আমাকে আজও বসে

শুনিয়ো তোমার ওই কাহিনী

চাঁদের আলো

জনাক রাতে হাতে হাত রেখে

আমি জেগে থাকি

Еще от Franklin

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Ami Jege Thaki от Franklin - Тексты & Каверы