তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারও পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারও সাড়া পেয়ে
হাসো না হাসো না সে হাসি মধুময়
হাসো না
হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি
তুমি আর নেই সে তুমি
তোমার সাপেরও বেণী দোলেনা
দোলে না হাওয়ার বাঁশী শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরো গর্জনে
তোমার সাপেরও বেণী দোলেনা
দোলে না হাওয়ার বাঁশী শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরো গর্জনে
গুনগুন গুনগুন করো না অসময়
গুনগুন
গুনগুন গুনগুন করো না অসময়
তুমি আর নেই সে তুমি
তুমি আর, তুমি আর
তুমি আর…