menu-iconlogo
huatong
huatong
avatar

নেশার নৌকা

Gogon Sakibhuatong
sandymwatsonhuatong
Тексты
Записи
ছেলে: প্রিয়া প্রিয়া প্রিয়া আমায়

ব্যথা দিয়াছে

মনের মাঝে প্রিয়ার নাকি

অন্য কেউ আছে।

মেয়ে: ওরে প্রিয় প্রিয় প্রিয়

আমায় ভুল বুঝো না।

মনের মাঝে তুমি আছো

অন্য কেহ না।

আরে মনের মাঝে তুমি আছো

অন্য কেউ না।

ছেলে: তাইতো তারে ভুলতে আমি

নেশার নৌকা বাই

প্রতি রাইতেই নেশার নৌকায়

চান্দের দেশে যাই

ওরে সিগারেট ছোঁয়াই বারন

বলতিরে আমায় খুব

এখন আদর কইরা নেশা

আমায় রোজ বারায়রে ঘুম।

মেয়ে: আমায় ভুলতে কেনো তুমি

নেশার নৌকা বাও

প্রতি রাইতেই নেশার নৌকায়

চান্দের দেশে যাও

ওরে সিগারেট ছোঁয়াই বারন

বলতাম তোমায় রোজ

এখন আদর কইরা নেশা

তোমায় রোজ বারায়রে ঘুম।

ছেলে: ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া

আমায় ধোকা দিয়াছে।

মনের মাঝে প্রিয়ার নাকি

অন্য কেউ আছে।

আরে মনের মাঝে প্রিয়ার

নাকি অন্য কেউ আছে।

ছেলে: ওরে মিথ্যা অপবাদে প্রিয়া

করলোরে অপমান ।

হায়রে ঘুমের ঔষধ গুলাও

আইজরে করে অভিমান ।

ওরে নিকোটিনের ধোয়াই

এখন হইছেরে আপন ।

হঠাৎ শুনবি আমার গায়ে

জড়াইছে কাফন।

মেয়ে: ওরে মিথ্যা অপবাদে

নাকি করছি রে অপমান।

হায়রে ভুল বুঝলি সারাজীবন কইরা অভিমান।

ওরে আমার চাইতে নিকোটিন আজ হইছে রে আপন

হঠাৎ শুনবি আমার গায়ে

জড়াইছে কাফন ।

ছেলে: প্রিয়া প্রিয়া প্রিয়া আমায়

ব্যথা দিয়াছে

মনের মাঝে প্রিয়ার নাকি

অন্য কেউ আছে।

মেয়ে: ওরে প্রিয় প্রিয় প্রিয়

আমায় ভুল বুঝো না।

মনের মাঝে তুমি আছো

অন্য কেহ না।

আরে মনের মাঝে তুমি আছো

অন্য কেউ না।

Еще от Gogon Sakib

Смотреть всеlogo

Тебе Может Понравиться

নেশার নৌকা от Gogon Sakib - Тексты & Каверы