আর চাহিনা জনম আর চাহিনা মরণ
তোমার চরণ তলে রেখে দাও ।
তোমামারণ চরণ তলে রেখে দাও
আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি
আঁখির পলকে প্রভু ফিরে চাও
তোমার চরণ তলে রেখে দাও
আমারি চাওয়া টাই তোমারি দেয়া
আমার এই নশ্বর দেহে একটু হাওয়া
দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া
দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া
ই ভুল চির তরে ভেঙে দাও
তোমার চরণ তলে রেখে দাও
পৃথিবীর মাঝে কত নতুন স্বপন
মানুষের কারাগার তেমনি ভীষণ
ভবাপাগলার শুধু এই নিবেদন
ভবাপাগলার শুধু এই নিবেদন
মায়ার কঠিন বাঁধন কেটে দাও
তোমার চরণ তলে রেখে দাও
আর চাহিনা জনম আর চাহিনা মরণ
তোমার চরণ তলে রেখে দাও
তোমার চরণ তলে রেখে দাও