আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বার
আমি চাইনা রে সুখ দাও ভরা দুখ
আমি চাইনা রে সুখ দাও ভরা দুঃখ
ওগো অন্তরে আমার
হায় যেন বারে বার
আমি ভিখ মাগিয়া দ্বারে দ্বারে
পাই যা পাই ভালো
আমি চাইনা কভু পুব আকাশে
অমন সূর্য আলো
আমার একতারা হু জীবন সাথী
এই দুঃখ পারাবার
হয় যেন বারে বার
আমার কুড়েঘরে দারুন শ্রাবণ
বাঁধে ভীতির বাসা
তবু এ ঘর স্বর্গ নরক
সুখের সর্বনাশা
আমার নাইরে বান্ধব স্বজন সুজন
ডেকে কথা কয় রে
খাই কি না খাই কোন পথে যাই
কেমনে জনম কাটায় রে
আমি দুঃখের মাঝে পেলাম খুজে
এই সুখেরই সংসার
হয় যেন বারে বার
আমার বাউল ঘরে জনম যেন
হয় গো বারে বার
আমি চাই না রে সুখ
দাও ভরা দুখ
আমি চাইনা রে সুখ দাও ভরা দুঃখ
আমি চাইনা রে সুখ দাও ভরা দুঃখ
ওগো অন্তরে আমার
হয় যেন বারে বার
আমার বাউল ঘরে জনম যেন
হয় গো বারে বার