শিল্পী -- গোষ্ঠগোপাল দাস
কথা -- পরিতোষ রায়
সুর -- গোষ্ঠগোপাল দাস
অক্টোবরের ৩১, অক্টোবরের ৩১, ১৯৮৪
বুধবার দুপুরে হায় রে....
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
অক্টোবরের ৩১, ১৯৮৪
বুধবার দুপুরে হায় রে....
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
UPLOADED BY SURAJIT PAUL
FOLLOW ME @Singer_Surajit
প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতেরই মাতা
মতিলাল নেহেরুর পুত্র জহরলাল, ইন্দিরাজীর পিতা
দেহরক্ষীর গুলির ঘায়ে জ্ঞান হারালেন তিনি
লক্ষ লক্ষ মানুষ কাঁদে এই খবর শুনি, কাঁদে এই খবর শুনি
কেউ বা ভাবে সত্য কথা, কেউ বা ভাবে মিথ্যা রে
কেউ বা ভাবে সত্য কথা, কেউ বা ভাবে মিথ্যা রে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
FOLLOW ME @Singer_Surajit
UPLOADED BY SURAJIT PAUL
সন্ধ্যাবেলা বেতারেতে খবর ভেসে এলো
প্রধানমন্ত্রী জাতির মাতা চিরবিদায় নিলো
কোটি কোটি সন্তান কান্দে দিশাহারা হইয়া
যুগে যুগে এসো তুমি জগতমাতা হইয়া
তোমার লাগি কান্দে আকাশ, কান্দে ভারতবাসী
বনের পশু পাখী কান্দে, কান্দে পরদেশী
সর্গধামে থাকো মাগো, হইয়া ভারতমাতা রে
সর্গধামে থাকো মাগো, হইয়া ভারতমাতা রে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
UPLOADED BY SURAJIT PAUL
FOLLOW ME @Singer_Surajit
দুঃখী দেশের সুখের লাগি শপথ নিলেন যিনি
তার রক্তে হোলো রাঙ্গা মোদেরই রাজধানী
দুঃখী জাতির মনের ব্যথা কে বুঝিবে হেথা
সত্তর কোটি মানুষ কান্দে, আছো তুমি কোথা
কান্দে আছো তুমি কোথা....
কে বলিবে মোদের কথা গিয়া বিশ্ব দরবারে
কে বলিবে মোদের কথা গিয়া বিশ্ব দরবারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
অক্টোবরের ৩১, অক্টোবরের ৩১, ১৯৮৪
বুধবার দুপুরে হায় রে....
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
কি নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে
ভারতবাসী বেতারে, ভারতবাসী বেতারে
ভারতবাসী বেতারে, ভারতবাসী বেতারে