menu-iconlogo
huatong
huatong
goutam-singh-purulia-misti-paane-laal-kore-purulia-song-by-kundan-kumar-cover-image

মিষ্টি পানে লাল করে || Misti Paane Laal Kore purulia song by Kundan Kumar

Goutam Singh Puruliahuatong
GoutamSinghPuruliahuatong
Тексты
Записи
ঝকঝক্যা আছিস রানী…. আপেলের মতন গাল….

ঠমক ঠমক চলিস যখন… বনাই দিস রে মাতাল …

তর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাব রে…

কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে…

তর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাব রে…

কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে…

গরা বদন রজনীগন্ধা ফেলবার পর বদনে….

যেমন মিষ্টি পানে

যেমন মিষ্টি পানে লাল করে খয়ের আর চমনে

মিষ্টি পানে লাল করে খয়ের আর চমনে

~~~Music~~~

পায়ের নুপুর ঝুন-ঝুন, কথাটা শুন-শুন

আমি তর ভমর সজনি, গাইছি প্রেমের গুন…

পায়ের নুপুর ঝুনঝুন, কথাটা শুনশুন

আমি তর ভমর সজনি, গাইছি প্রেমের গুন…

গরা বদন রজনীগন্ধা ফেলবার পর বদনে….

যেমন মিষ্টি পানে

যেমন মিষ্টি পানে লাল করে খয়ের আর চমনে

মিষ্টি পানে লাল করে খয়ের আর চমনে

~~~Music~~~

দিবানিশি তর কথাই, ভাবি রে সদাই

কবে তকে কাছে পাব আছি রে আশায়….

দিবানিশি তর কথাই, ভাবি রে সদাই

কবে তকে কাছে পাব আছি রে আশায়….

গরা বদন রজনীগন্ধা ফেলবার পর বদনে….

যেমন মিষ্টি পানে

যেমন মিষ্টি পানে লাল করে খয়ের আর চমনে

মিষ্টি পানে লাল করে খয়ের আর চমনে

তর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাব রে…

কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে…

তর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাব রে…

কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে…

গরা বদন রজনীগন্ধা ফেলবার পর বদনে….

যেমন মিষ্টি পানে

যেমন মিষ্টি পানে লাল করে খয়ের আর চমনে

মিষ্টি পানে লাল করে খয়ের আর চমনে

~~~ধন্যবাদ~~~

Еще от Goutam Singh Purulia

Смотреть всеlogo

Тебе Может Понравиться