ঝড় এলো ঝড় এলো,
ঝড়ের টানে বাসায় চলো সব সর্বনাশ,
দেখা গেল ও~ওই চাঁদ,
জোছনা ধারাই ধুয়ে ফেলি সব দীর্ঘশ্বাস,
আজ দুঃখ ভোলার দিন,
আজ কষ্ট ভোলার দিন,
স্বপ্ন দেখে নিজেকে,
আজ বদলে নেভার দিন,
আজ দুঃখ ভোলার দিন,
আজ কষ্ট ভোলার দিন,
স্বপ্ন দেখে নিজেকে,
আজ বদলে নেভার দিন,
চলতি পথে থাকতে পারে,
হইতোরে ভুল ত্রুটি,
এ~ফিরতি পথে যন্ত্রণা কে,
দিলাম চির ছুটি,
চলতি পথে থাকতে পারে,
হইতোরে ভুল ত্রুটি,
এ~ফিরতি পথে যন্ত্রণা কে,
দিলাম চির ছুটি,
আজ ক্ষমা চাওয়ার দিন,
আজ,ক্ষমা পাওয়ার দিন,
স্বপ্ন দেখে নিজেকে,
আজ বদলে ফেলার দিন,
আজ দুঃখ ভোলার দিন,
আজ কষ্ট ভোলার দিন,
স্বপ্ন দেখে নিজেকে,
আজ বদলে নেভার দিন,
আরে বন্দি হতে পারে আবেগ,
অন্ধ মায়ার টানে,
এ~থেমেও যেতে পারে সময়,
সুখেরই সন্ধানে ,
বন্দি হতে পারে আবেগ,
অন্ধ মায়ার টানে,
এ~থেমেও যেতে পারে সময়,
সুখেরই সন্ধানে ,
আজ মুক্ত হওয়ার দিন,
আজ ক্ষমা পাওয়ার দিন,
স্বপ্ন দেখে নিজেকে,
আজ বদলে নেবার দিন,
আজ দুঃখ ভোলার দিন,
আজ কষ্ট ভোলার দিন,
স্বপ্ন দেখে নিজেকে,
আজ বদলে নেভার দিন
ঝড় এলো,ঝড় এলো,
ঝড়ের টানে বাসায় চলো সব সর্বনাশ,
দেখা গেল ও~ওই চাঁদ,
জোছনা ধারাই ধুয়ে ফেলি সব দীর্ঘশ্বাস,
আজ দুঃখ ভোলার দিন,
আজ কষ্ট ভোলার দিন,
স্বপ্ন দেখে নিজেকে,
আজ বদলে নেভার দিন,
আজ দুঃখ ভোলার দিন,
আজ কষ্ট ভোলার দিন,
স্বপ্ন দেখে নিজেকে,
আজ বদলে নেভার দিন,
আজ দুঃখ ভোলার দিন,
আজ কষ্ট ভোলার দিন,
স্বপ্ন দেখে নিজেকে,
আজ বদলে নেভার দিন,
আজ দুঃখ ভোলার দিন,
আজ কষ্ট ভোলার দিন,
স্বপ্ন দেখে নিজেকে,
আজ বদলে নেভার দিন,