menu-iconlogo
huatong
huatong
avatar

গান গাই আমার মনরে বুঝাই

Habib Wahidhuatong
mrs.thomasej2007huatong
Тексты
Записи
গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গানে বন্ধুরে ডাকি

গানে প্রেমের ছবি আঁকি

গানে বন্ধুরে ডাকি

গানে প্রেমের ছবি আঁকি

পাবো বলে আশা রাখি

না পাইলে যাবো মারা

পাবো বলে আশা রাখি

না পাইলে যাবো মারা

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান আমার জপমালা

গানে খুলি প্রেমের তালা

গান আমার জপমালা

গানে খুলি প্রেমের তালা

প্রাণবন্ধু চিকন কালা

অন্তরে দেয় ইশারা

প্রাণবন্ধু চিকন কালা

অন্তরে দেয় ইশারা

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

ভাবে করিম দীনহীন

আসবে কি আর শুভ দিন

ভাবে করিম দীনহীন

আসবে কি আর শুভ দিন

জল ছাড়া কি বাঁচিবে মাছ

ডুবলে কি ভাসে মরা

জল ছাড়া কি বাঁচিবে মাছ

ডুবলে কি ভাসে মরা

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

Еще от Habib Wahid

Смотреть всеlogo

Тебе Может Понравиться