menu-iconlogo
logo

Hawai Hawai Dolna Dole

logo
Тексты
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে

সুরের ডানা মেলে

তোমার মনের উঠান, লেপে দেবো

সাজিয়ে দেব ফুলে, তুমি এস,

তবু এস, ভালোবেসে ।।

হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে

সুরের ডানা মেলে

তোমার মনের উঠান, লেপে দেবো

সাজিয়ে দেব ফুলে, তুমি এসো,

তবু এসো, ভালোবেসে ।।

তুমি এসো,তবু এসো,ভালোবেসে

খেয়ালি শিশির লুটাবে তাই

আঁচল টেনেছে মেঘে

তোমারই জন্যে শুধু তোমার জন্যে

গোধূলি আকাশ লাজুক লাজুক

সন্ধ্যা এখনও জেগে

তোমার জন্যে শুধু তোমার জন্যে

আমি সেই সুখে আজ

ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে

তুমি এসো, তবু এসো ভালোবেসে।

হা আ হা হা আ

রাত নিঝুম জোনাক নাচে

চন্দন টিপ মেখে

তোমার জন্য শুধু তোমার জন্য

পদ্ম রাঙা ঝিলের ডালায়

চাঁদ যে কাব্য লেখে

তোমার জন্য শুধু তোমার জন্য

আমি সেই সুখে আজ, স্বপ্নলোকের,

দুয়ার দিয়েছি খুলে, তুমি এসো

তবু এসো ভালোবেসে।

হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে

সুরের ডানা মেলে

তোমার মনের উঠান, লেপে দেবো

সাজিয়ে দেব ফুলে, তুমি এসো,

তবু এসো, ভালোবেসে ।

Hawai Hawai Dolna Dole от Habib Wahid - Тексты & Каверы