menu-iconlogo
huatong
huatong
avatar

আমার গলার হার কনক চাঁপা

Hafiz Uddinhuatong
❤⃝🕊𝐇𝐀𝐅𝐈𝐙-𝐔𝐃𝐈𝐍2❤⃝🕊𝐂🎻𝐒huatong
Тексты
Записи
কথা ও সুর কবি জসিম উদ্দিন আপলোড হাফিজ উদ্দিন।

আমার গলার হার খুলেনে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে

আমার হার প’রে আর কি ফল হবে সখী,

প্রাণবন্ধু নাই ব্রজেতে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে।

গলার হারে কি আর শোভা আছে

যার শোভা তার সঙ্গে গেছে গো।

গলার হারে কি আর শোভা আছে

যার শোভা তার সঙ্গে গেছে গো

এখন কৃষ্ণ নামে মালা গেঁথে

দেনা আমার গলেতে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে।

⃝?চেনা ? সুর ⃝?

প্রানের বন্ধু যদি আসে দেশে

বলিস তোরা বন্ধুর কাছে গো।

প্রানের বন্ধু যদি আসে দেশে

বলিস তোরা বন্ধুর কাছে গো

ওর রাই কৃষ্ণ বিনে প্রান ত্যাজিছে

যমুনার ঐ জলেতে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে

আমার হার প’রে আর কি ফল হবে সখী,

প্রাণবন্ধু নাই ব্রজেতে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে।

Еще от Hafiz Uddin

Смотреть всеlogo

Тебе Может Понравиться

আমার গলার হার কনক চাঁপা от Hafiz Uddin - Тексты & Каверы