১ম অংশ:মেয়ে
২অংশ:ছেলে
বাবা রে বাবা কই দিলা বিয়া?
জমিন বেইচ্ছা সোনা দানা দিয়া
শাশুরী মারে
ননদি মারে
জামাই ও ছাড়ে না রে বাবা
বাবা রে বাবা কারে করলাম বিয়া
ঝগড়া করে নাচিয়া নাচিয়া
শাশুরী মানে না
শশুর ও মানে না
জামাই ও মানে না রে বাবা
বাবা রে বাবা কই দিলা বিয়া?
বাবারে বাবা কারে করলাম বিয়া?
সবাই নিশী জাগে স্বামীরে নিয়া
আমার স্বামী আসে নেশা করিয়া
বিছানা পাইলে ঘুমাইয়া পড়ে
আদর করে না রে বাবা
ঘুমের ভানে থাকি বিছানাই গিয়া
জেগে সপন দেখি বউটারে নিয়া
এপাস ওপাস করিয়া মরি
বউ তো আসে নারে বাবা
বাবারে বাবা কই দিলা বিয়া
বাবারে বাবা কারে করলাম বিয়া
দয়া করে গানটি কেউ কপি করবেন না
সবাই চাকরি করে বৈদেশ গিয়া
আমার স্বামী থাকে আচল ধরিয়া
গয়না বেচিয়া জোয়াডি খেলে
বললে শুনে নারে বাবা
সতী নারীর গতি শুধু যে স্বামী
বিনা দোষে কেন করলে আসামী
মইরা গেলে পইরা যে কানবি
থাকতে চিনলি নারে বাবা
বাবা রে বাবা কই দিলা বিয়া?
জমিন বেইচ্ছা সোনা দানা দিয়া
শাশুরী মারে ননদি মারে
জামাই ও ছাড়ে না রে বাবা
বাবা রে বাবা কারে করলাম বিয়া?
ঝগড়া করে নাচিয়া নাচিয়া
শাশুরী মানে না
শশুর ও মানে না
জামাই ও মানে না রে বাবা
বাবা রে বাবা কই দিলা বিয়া?
বাবারে বাবা কারে করলাম বিয়া?
বাবা রে বাবা কই দিলা বিয়া?
বাবা রে বাবা কারে করলাম বিয়া?
দয়া করে কেউ কপি করবেন না
ধন্যবাদ সবাই কে