menu-iconlogo
huatong
huatong
avatar

Thikana Na Rekhe Bhaloi Korecho By Surajit Paul

Haimanti Suklahuatong
Singer_Surajithuatong
Тексты
Записи
*গান - ঠিকানা না রেখে*

*কথা - পুলক বন্দ্যোপাধ্যায়*

*শিল্পী - হৈমন্তী শুক্লা*

*সুর - মান্না দে*

ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু

ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু

না আসার কোন কারণ সাজাতে হবে না তোমায় আর

বানানো কাহিনী শোনাতে হবে না

কথা দিয়ে না রাখার

ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু

TRACK UPLOADED BY SURAJIT PAUL

FOLLOW ME @Singer_Surajit

হঠাৎ খেয়ালি দিনে

কাছে এসে পথ চিনে

হঠাৎ খেয়ালি দিনে

কাছে এসে পথ চিনে

সুযোগ পাবে না দিয়ে

যেতে আর অভিনয় উপহার

না আসার কোন কারণ সাজাতে হবে না তোমায় আর

ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু

TRACK UPLOADED BY SURAJIT PAUL

FOLLOW ME @Singer_Surajit

তোমার হিসাবে কি ভুল রয়েছে

নিজেই ধরেছ তুমি

তোমার হিসাবে কি ভুল রয়েছে

নিজেই ধরেছ তুমি

ভুলে যেতে চেয়ে ভালই করেছ তুমি

আমার নিয়তি নিয়ে

কোন অভিযোগ দিয়ে

আমার নিয়তি নিয়ে

কোন অভিযোগ দিয়ে

আমিও পাব না কোন অবকাশ

কোন কথা জানাবার

না আসার কোন কারণ সাজাতে হবে না তোমায় আর

বানানো কাহিনী শোনাতে হবে না

কথা দিয়ে না রাখার

ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু

ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু

Еще от Haimanti Sukla

Смотреть всеlogo

Тебе Может Понравиться