menu-iconlogo
huatong
huatong
avatar

Nirobotay

Hasan arkhuatong
Ɲυcʟεαя-вσмвhuatong
Тексты
Записи
#Song: Nirobotay

#Artist: Hasan

#Album: Nirobota

#Lyrics -

----

পারিনি ধরে রাখতে তোমায়

হৃদয়ের ভালোবাসা দিয়েও

পারিনি বেঁধে রাখতে তোমায়

এ আমার সীমাহীন বাঁধনেও

যে স্মৃতি দিয়ে গেছো উপহার

সে এক বেদনার জলধাঁরায়

বেদনারি জলধাঁরায়, নীরবতায়

কোথায় তুমি আজ, হারালে কোথায়

তুমি আজ হারালে কোথায়

----

----

নীল রং সে ব্যথায়

এখনো ক্রমশয় করে হ্ময়

এ জীবন অকারন

সবটাই বৃথা যে মনে হয়

যে স্মৃতি দিয়ে গেছো উপহার

সে এক বেদনার জলধাঁরায়

বেদনারি জলধাঁরায়, নীরবতায়

কোথায় তুমি আজ, হারালে কোথায়

তুমি আজ হারালে কোথায়

----

----

তবুও স্বপ্ন অপরূপ

এ মনে উঁকি দেয়

এ জীবনে না পেলেও

ওপাড়ের জীবনে পাবো তোমায়

যে স্মৃতি দিয়ে গেছো উপহার

সে এক বেদনার জলধাঁরায়

বেদনারি জলধাঁরায়, নীরবতায়

কোথায় তুমি আজ, হারালে কোথায়

তুমি আজ হারালে কোথায়

পারিনি ধরে রাখতে তোমায়

হৃদয়ের ভালোবাসা দিয়েও

পারিনি বেঁধে রাখতে তোমায়

এ আমার সীমাহীন বাঁধনেও

যে স্মৃতি দিয়ে গেছো উপহার

সে এক বেদনার জলধাঁরায়

বেদনারি জলধাঁরায়, নীরবতায়

কোথায় তুমি আজ, হারালে কোথায়

তুমি আজ হারালে কোথায়

Еще от Hasan ark

Смотреть всеlogo

Тебе Может Понравиться