menu-iconlogo
huatong
huatong
avatar

Sountek Hits Mashup

Hasan_S_Iqbal/Dristy Anamhuatong
✯𝚂𝙺_𝚂𝙷𝙰𝙺𝙸𝙻✯huatong
Тексты
Записи
✯Soundtek Hits Mashup✯

༄Singer Hasan & Dristy༄

༆Uploaded By Sk_Shakil༆

☞︎︎︎𓅓Follow Me☜︎︎︎𓅓

☢︎︎ RSC🇧🇩BD☢︎︎

=======

(F) ভুল না হয় আমারই ছিল বেশি

করোনি ক্ষমা করেছো দোষী

অভিমান লুকিয়ে রাখো যদি

থাকবো সারাজীবন অপরাধী

প্রতিশোধ নেবে নাও

আমি বাধা দেব না

একবার বলে যাও

কেন আমার হলে না

(M) কাল সারারাত ছিল সপ্নের রাত

কাল সারারাত ছিল সপ্নের রাত

স্রিতির আকাশে যেন বহুদিন পর

মেঘ ভেঙে উঠেছিল পুর্নিমা চাঁদ

কাল সারারাত ছিল সপ্নের রাত

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

========

★★Uploaded by Sk_Shakil★★

========

(F) মন ভালো নেই.....

যানি মন তবু হারবে না......

একজন কেউ থাকুক.....

যে তোমাকে ছাড়বে না.......

সবাই চলে যাবে....

একজন'ই পারবে না........

পারিনি ভুলতে তোকে

পারিনি এ মন ফেরাতে

শূন্য এ হৃদয় আমার.....

চায় তোর মাঝে হারাতে

(M) এই মন আমার

পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নিরবে

এই মন আমার

পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নিরবে

(F+M) তুমিই আমার......

প্রথম সকাল......

একাকী বিকেল......

ক্লান্ত দুপুর বেলা.....

(M) তুমি'ই আমা......র

সারাদিন আমা......র

তুমি'ই আমা......র

সারাবেলা

(F+M) তুমি চলে গেছ অনেক দূরে

এই মন এর আঙিনা ছেরে

তুমি চলে গেছ অনেক দূরে

এই মন এর আঙিনা ছেরে

========

★★Thank you all★★

❥︎❥︎Keep Singing Keep Singing❥︎❥︎

Тебе Может Понравиться