menu-iconlogo
huatong
huatong
helal-kuhu-shurey-moner-agun-cover-image

Kuhu Shurey Moner Agun

Helalhuatong
𝚁𝙹_𝚁𝚊𝚢𝚑𝚊𝚗🔥🅱️🅱️S⚔️🇧🇩huatong
Тексты
Записи
আমার কি সুখে যায় দিন রজনী

কেউ জানে না...

কুহু সুরে মনের আগুন

আর জ্বালাইও না

ও আমার প্রান বন্ধুয়ার তুলনা নাই

বলি রে তোরে...

দেশ-বিদেশে থাকো কোকিল

চিনোনি তারে?

সে আমার হৃদয়েরই ধন

সে ছাড়া অসহায় হইয়া

ঝরে দু' নয়ন

কোকিল.. যারে চাহে মন

একা একা

একা একা থাকা আমার ভালো লাগেনা

কুহু সুরে মনের আগুন

আর জ্বালাইও না

আমাব় কি সুখে যায় দিন রজনী

কেউ জানে না...

কি সুখে যায় দিন রজনী

কেউ জানে না...

কুহু সুব়ে মনের আগুন

আব় জ্বালাইও না

কুহু সুরে মনেব় আগুন

আর জ্বালাইও না

বুকে জ্বলে ধিকি ধিকি

পিরিতেব় অনল

সপ্ত সাগরের জলেও হবেনা শীতল

বুকে জ্বলে ধিকি ধিকি

পিরিতের অনল

সপ্ত সাগরেব় জলেও হবেনা শীতল

ঐ যে বসন্ত ফাগুন.....

কুকিলার কুহু সুরে বুকে ধরে ঘুন

বন্ধু হইলো নিদারুন

আসিবে বলিয়ে গেলো

ফিরে এলো না

আসিবে বলিয়ে গেলো

ফিরে এলো না

কুহু সুরে মনেব় আগুন

আর জ্বালাইও না

মনের মানুষ বিনে আমি

কেমনে রই একা

ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নি রে রাখা?

মনেব় মানুষ বিনে আমি

কেমনে ব়ই একা

ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নি ব়ে রাখা?

কোকিল আমার উপায় বল.......

প্রাণ বন্ধুয়ার খবর জানলে, আমায় নিয়া চল

আমি যার নামের পাগল

আমিরুউদ্দিন শুধু মাত্র

বন্ধুর দিওয়ানা

আমিরুউদ্দিন শুধু মাত্র

বন্ধুব় দিওয়ানা

কু়হু সুরে মনের আগুন

আর জ্বালাইও না

Еще от Helal

Смотреть всеlogo

Тебе Может Понравиться