menu-iconlogo
huatong
huatong
hemanta-mukherjee-kato-din-pare-ele-cover-image

Kato Din Pare Ele

Hemanta Mukherjee huatong
neulvlhuatong
Тексты
Записи
কতদিন পরে এলে

কতদিন পরে এলে

একটু বোসো

কতদিন পরে এলে

একটু বোসো

তোমায় অনেক কথা বলার ছিল

যদি শোনো

কতদিন পরে এলে

আকাশে বৃষ্টি আসুক

গাছেরা উঠুক কেঁপে ঝড়ে

আকাশে বৃষ্টি আসুক

গাছেরা উঠুক কেঁপে ঝড়ে

সেই ঝড় একটু উঠুক

তোমার মনের ঘরে

বহুদিন এমন কথা বলার ছুটি

পাই নি জেনো

কতদিন পরে এলে

একটু বোসো

তোমায় অনেক কথা বলার ছিল

যদি শোনো

জীবনের যে পথ আমার

ছিল গো তোমার ছায়ায় আঁকা

জীবনের যে পথ আমার

ছিল গো তোমার ছায়ায় আঁকা

সেই পথ তেমনি আছে

সবুজ ঘাসে ঢাকা

চেনা গান বাজলো যদি

বেজেই আবার থামবে কেন

কতদিন পরে এলে

একটু বোসো

তোমায় অনেক কথা বলার ছিল

যদি শোনো

কতদিন পরে এলে

Еще от Hemanta Mukherjee

Смотреть всеlogo

Тебе Может Понравиться