menu-iconlogo
huatong
huatong
avatar

Ghor Gari by Highway

Highwayhuatong
🎵অক্ষর🤘(Akhkhar)🎶huatong
Тексты
Записи
ঘোর গাড়ি

চাঁদনী রাইতে নদীর ওপারে

আকাশ থেইকা নামলো পরী,

আমার চোখে চলে ঘোরগাড়ি

আমি হাবলায়, নদীর এপারে

ঘুমের ঘোরে দেখি তারে

ছবির মত ডাকে আমারে ।

দেখাও কত রঙিন ছবি

ছবির আশায় হারাইলাম সবই

দয়াল বানাও কত মায়ার ছবি

ছবির নেশায় ছাড়লাম সবই ।

আসার কালে ছিলাম ঘুমে

কিবা আলো আঁধার

ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল

কইরা ছবির শিকার ।

বুঝলাম দয়াল তোমার রীতি

ছবিরও খেলায়

বুইঝা আবার যাই হারাইয়া

রঙিন ছবির মেলায় ।

ঘুম ভাঙিয়া আবার ঘুমাই

দেখাযায় ছবি

নেশা কি লাগাইলা ছবিতে দয়াল

কি মায়ার ছবি।

দেখাও কত রঙিন ছবি

ছবির আশায় হারাইলাম সবই

দয়াল বানাও কত মায়ার ছবি

ছবির নেশায় ছাড়লাম সবই

আমি হাবলায়, নদীর এপারে

ঘুমের ঘোরে দেখি তারে

ছবির মত ডাকে আমারে।

Еще от Highway

Смотреть всеlogo

Тебе Может Понравиться