menu-iconlogo
huatong
huatong
avatar

Ki kori by minar

Himadrihuatong
Himadrii🇱🇷huatong
Тексты
Записи
( কি করি )

নিজেকে হারিয়ে বসে আছি ... তোর পথে

মনকে বোঝাতে পারিনা আজ কোনোভাবে

নিজেকে হারিয়ে বসে আছি ... তোর পথে

মনকে বোঝাতে পারিনা আজ কোনোভাবে

আমি যেন আজ বিভ্রান্ত ...

ভাবনারা... কেন খুব ক্লান্ত ...জানিনা

কি করি..কোথায় যাই.. উত্তর খুজে না পাই

কি করি..কোথায় যাই.. উত্তর খুজে না পাই

ছোঁয়া যাবেনা জেনেও হাতটা বাড়াই

ছোঁয়া যাবেনা জেনেও হাতটা বাড়াই

আমি যেন আজ অন্য কেউ

স্বপ্নের সমদ্দুর অচেনা ঢেউ

গোধূলির শেষ আলোর মুখোমুখি

মনেছিল যত সপ্ন তোর

ঘিরে আসে সব অচেনা ভোর

নতুন দিনের শুরু... বহুদূর

আমি যেন আজ বিভ্রান্ত...

ভাবনারা ... কেন খুব ক্লান্ত ...জানিনা ।

কি করি..কোথায় যাই.. উত্তর খুজে না পাই

কি করি..কোথায় যাই.. উত্তর খুজে না পাই

ছোঁয়া যাবেনা জেনেও হাতটা বাড়াই

ছোঁয়া যাবেনা জেনেও হাতটা বাড়াই

ছোঁয়া যাবেনা জেনেও হাতটা বাড়াই

Еще от Himadri

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Ki kori by minar от Himadri - Тексты & Каверы