menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Mayabi Chander Raate

Ikkshita Mukherjeehuatong
☞𓅓🔰𝑹𝑨𝑭𝑰_𝑲𝑫𓅓⚔⃟🇧🇩🅱🅰🅰🇧🇩huatong
Тексты
Записи
ছেলেঃ হুম হো হো হুম

হুম হো হো হুম

এই মায়াবী চাঁদের রাতে

রেখে হাত তোমার হাতে

মনের এক গোপন কথা তোমায় বলতে চাই

মেয়েঃ শুনতে চাই

কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই

হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই

এই মায়াবী চাঁদের রাতে

রেখে হাত তোমার হাতে

মনের এক গোপন কথা তোমায় বলতে চাই

মেয়েঃ শুনতে চাই

কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই

হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই

মেয়েঃ কিন্তু...

বলেছিলে আমার জন্যে লিখবে এমন গান

হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান

বলেছিলে আমার জন্যে লিখবে এমন গান

হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান

ছেলেঃ শোনো প্রিয় শোনো দিয়ে মন

সেই গানই গাইছি এখন

শোনো প্রিয় শোনো দিয়ে মন

সেই গানই গাইছি এখন

এখনই গানের ভাষায় স্বপ্ন আশা

তোমায় শোনাতে চাই

মেয়েঃ বলো, শুনতে চাই

ছেলেঃ কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই

হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই

ট্র্যাক আপলোডঃ Rafi_KD, SID: 62005761246

ফ্যামিলিঃ বাংলা আমার অহংকার BAA

ছেলেঃ এই যে এই গানটা, তার যে শেষ প্যারাটা

এই যে এই গানটা, তার যে অন্তরাটা

কত-রঙা স্বপ্ন কথায় সাজানো ছিল যে সেটা

মেয়েঃ ছিল! কোথায় গেল?

ছেলেঃ কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়

সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়

মেয়েঃ বাব্বা!

ছেলেঃ কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়

সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়

মেয়েঃ তারপর!

ছেলেঃ সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়

মেয়েঃ হায়! হায়! হায়!

ছেলেঃ তারপরে আর গানের কথা মনে নাই

হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই

এই মায়াবী চাঁদের রাতে

রেখে হাত তোমার হাতে

মনের এক গোপন কথা তোমায় বলতে চাই

মেয়েঃ বলো, শুনতে চাই

ছেলেঃ তারপরে আর গানের কথা মনে নাই

হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই

নাই নাই তারপরে আর গানের কথা--

মেয়েঃ দরকার নাই

ধন্যবাদ

Еще от Ikkshita Mukherjee

Смотреть всеlogo

Тебе Может Понравиться