menu-iconlogo
huatong
huatong
iman-chakraborty--cover-image

ভালোবেসে সখী নিভৃতে যতনে

Iman Chakrabortyhuatong
michaelmarieannhuatong
Тексты
Записи
sa2re

ভালোবেসে সখী

নিভৃতে যতনে আমার নামটি লিখো

তোমার মনের মন্দিরে

ভালোবেসে সখী

নিভৃতে যতনে আমার নামটি লিখো

তোমার মনের মন্দিরে

আমার পরানে যে গান বাজিছে

তাহার তালটি শিখো

তোমার চরণমঞ্জীরে

ভালোবেসে সখী

নিভৃতে যতনে আমার নামটি লিখো

তোমার মনের মন্দিরে

sa2re

ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি

তোমার প্রাসাদপ্রাঙ্গণে

মনে করে সখী, বাঁধিয়া

রাখিয়ো আমার হাতের রাখী

তোমার কনককঙ্কণে

ভালোবেসে সখী

নিভৃতে যতনে আমার নামটি লিখো

তোমার মনের মন্দিরে

sa2re

আমার লতার একটি মুকুল

ভুলিয়া তুলিয়া রেখো

তোমার অলকবন্ধনে

আমার স্মরণ শুভ সিন্দুরে

একটি বিন্দু এঁকো

তোমার ললাটচন্দনে

আমার মনের মোহের মাধুরী…

মাখিয়া রাখিয়া দিয়ো তোমার অঙ্গসৌরভে.

আমার আকুল জীবনমরণ

টুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবে,

ভালোবেসে সখী

নিভৃতে যতনে আমার নামটি লিখো

তোমার মনের মন্দিরে..

sa2re

Еще от Iman Chakraborty

Смотреть всеlogo

Тебе Может Понравиться