menu-iconlogo
huatong
huatong
avatar

Manena Mon

Imran Khanhuatong
simpsondadahuatong
Тексты
Записи
মানেনা মন

জীবনে... কি আছে আর তুমি ছাড়া

যাও যদি দূরে... হয়ে যাই দিশে হারা

যাবনা ... কথা দিলাম তোমায় ছুঁয়ে

সারাদিন সারাক্ষণ পাশে রবে ছায়া হয়ে

ও মানে না মন ভাবে অকারন

দূরে গেলে বাড়ে জ্বালা

লাগে যে ভঁয় যদি কিছু হয়

থেমে যায় ...পথ চলা...

ও মানে না মন ভাবে অকারন

দূরে গেলে বাড়ে জ্বালা

লাগে যে ভঁয় যদি কিছু হয়

থেমে যায় ....পথ চলা...

রোজ হয় দেখা তবও লাগে একা

মন চায় আরও কাছে যাই

ভাবনার নদী... ছোটে নীরবধি

তুমি আছও হৃদয়ে তাই

রোজ হয় দেখা তবও লাগে একা

মন চায় আরও কাছে যাই

ভাবনার নদী ছোটে নীরবধি

তুমি আছও হৃদয়ে তাই

জীবনে... কি আছে আর তুমি ছাড়া

যাও যদি দূরে হয়ে যাই দিশে হারা

ও মানে না মন ভাবে অকারন

দূরে গেলে বাড়ে জ্বালা

লাগে যে ভঁয় যদি কিছু হয়

থেমে যায় পথ চলা

ও মানে না মন ভাবে অকারন

দূরে গেলে বাড়ে জ্বালা

লাগে যে ভঁয় যদি কিছু হয়

থেমে যায় পথ চলা

ঘুম নেই চোখে থাকি রাত জেগে

আঁধারে তোমায় দেখতে পাই

খুব কাছাকাছি তুমি আমি আছি

তারপর কি যেন নাই

ঘুম নেই চোখে থাকি রাত জেগে

আঁধারে তোমায় দেখতে পাই

খুব কাছাকাছি তুমি আমি আছি

তারপর কি যেন নাই

জীবনে... কি আছে আর তুমি ছাড়া

যাও যদি দূরে হয়ে যাই দিশে হারা

ও মানে না মন ভাবে অকারন

দূরে গেলে বাড়ে জ্বালা

লাগে যে ভঁয় যদি কিছু হয়

থেমে যায় পথ চলা

ও মানে না মন ভাবে অকারন

দূরে গেলে বাড়ে জ্বালা

লাগে যে ভঁয় যদি কিছু হয়

থেমে যায় পথ চলা

Еще от Imran Khan

Смотреть всеlogo

Тебе Может Понравиться