menu-iconlogo
huatong
huatong
avatar

Aradhona

Imran Mahmudulhuatong
ativanativanhuatong
Тексты
Записи
হৃদয় উজাড় করেই

একটা জনম করে যাবো…

তোমারই প্রার্থনা

যতক্ষণ থাকবে দেহে প্রান~~

তোমায় ছেড়ে~ কখনও দূরে যাবনা

নিশিদি~ন এই মনের ভেতর

করি তোমারই আরাধনা

নিশিদিন~ এই মনের ভেতর

করি তোমারই আরাধনা

মন জুড়ে~ তোমারই~ অচেনা টা~ন

তোমার মাঝেই জীবন টা~ হত অবসা~ন~

চোখ টা ছুঁয়ে তুমি নিলাকাশ

হুম সেখানে শুধুই আমারই বসবাস

নিভে যায় সব আলো~ ভয় করি না

হৃদয়~ জুড়ে তুমি অথৈ~ জোছনা~

নিশিদিন~ এই মনের ভেতর

করি তোমারই আরাধনা

নিশিদিন~ এই

মনের ভেতর করি তোমারই আরাধনা

অনুভবেই~ ছুঁয়েছ~ মনের ভেতর~

তোমার নামেই~ আমার বুকের~ পাঁজর

মনটা জুড়ে তু~মি সবুজ প্রান্তর~

হুম বাঁচতে আমায়~ সাধ জাগায়

হাজার বছর

মুছে যায় মন থেকে সব ঠিকানা

তোমার নামের মনের~ই সীমানা

নিশিদিন এই মনের ভেতর

করি তোমারই আরাধনা

নিশিদিন এই মনের ভেতর

করি তোমারই আরাধনা

Еще от Imran Mahmudul

Смотреть всеlogo

Тебе Может Понравиться