menu-iconlogo
huatong
huatong
avatar

AMAR BHITARO BAHIRE ONTORE ONTORE

Indranil Senhuatong
michyhamdanhuatong
Тексты
Записи
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে..

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম

তেমনি তোমার নিবিড় চলা

তেমনি তোমার নিবিড় চলা

মরমের মূল পথ ধরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে..

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরণে মুক্তোর সুখ

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরণে মুক্তোর সুখ

তেমনি তোমার গভীর চলা

তেমনি তোমার গভীর চলা

ভিতরের নীল বন্দরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে..

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো

দিও তোমার মালা খানি

দিও তোমার মালা খানি

বাউল এই অন্তরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

Еще от Indranil Sen

Смотреть всеlogo

Тебе Может Понравиться

AMAR BHITARO BAHIRE ONTORE ONTORE от Indranil Sen - Тексты & Каверы