menu-iconlogo
huatong
huatong
irene-sarkar-koto-bar-vebechinu-apona-vuliya-cover-image

Koto Bar Vebechinu Apona Vuliya

Irene Sarkarhuatong
roupenroupenhuatong
Тексты
Записи
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি

গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।

ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা

কেমনে তোমারে কব প্রণয়ের কথা।

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি

চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী–

কেহ জানিবে না মোর গভীর প্রণয়

কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।

আপনি আজিকে যবে শুধাইছ আসি

কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

Еще от Irene Sarkar

Смотреть всеlogo

Тебе Может Понравиться