menu-iconlogo
huatong
huatong
avatar

Oi Tor Mayabi Chokh

Jeet Ganguly/Shreya Ghoshalhuatong
nuggetbabyhuatong
Тексты
Записи
হে... হে... লা... লা...

লা লা লা লা.. লা লা লা লা. হুম হুম..

ওই তোর মায়াবী চোখ, লা লা লা লা..

লা লা লা লা আঁচল হয়ে যাব।

ওই তোর মায়াবী চোখ

কাজল হয়ে যাব

আর উড়লে হাওয়াই তোর

আঁচল হয়ে যাব।

আমার হয়ে যা তুই

আমি তোর হয়ে যাব

একবার ডেকে যা তুই

বার বার চলে যাব

তোর দুষ্টুমিতে আজ

আমি ইচ্ছে মিশাবো

আমার হয়ে যা তুই

আমি তোর হয়ে যাব

ওই তোর মায়াবী চোখ

কাজল হয়ে যাব

আর উড়লে হাওয়াই তোর

আঁচল হয়ে যাব।

মনে মনে চেয়ে আছে আষাঢ়ের ঘর

মনে মনে চেয়ে আছে আষাঢ়ের ঘর

নেমে আয় রাত হয়ে ঘুমুলে শহর

নেমে আয় রাত হয়ে ঘুমুলে শহর

আকাশ হয়ে যা তুই সাগর হয়ে যাব

আজ ঢেউ হয়ে যা তুই পাথর হয়ে যাব

আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব

একবার ডেকে যা তুই

বার বার চলে যাব

তোর দুষ্টুমিতে আজ

আমি ইচ্ছে মিশাবো...

দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত

দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত

সে যেন আগে ছিল যেন হঠাৎ

সে যেন আগে ছিল যেন হঠাৎ

ওই তোর মায়াবী চোখ

কাজল হয়ে যাব

আর উড়লে হাওয়াই তোর

আঁচল হয়ে যাব।

আমার হয়ে যা তুই

আমি তোর হয়ে যাব

একবার ডেকে যা তুই

বার বার চলে যাব

তোর দুষ্টুমিতে আজ

আমি ইচ্ছে মিশাবো...

Еще от Jeet Ganguly/Shreya Ghoshal

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Oi Tor Mayabi Chokh от Jeet Ganguly/Shreya Ghoshal - Тексты & Каверы