menu-iconlogo
huatong
huatong
jf--cover-image

তোমায় সখি ভালোবাসি,,,,,

J+Fhuatong
ফরিদা+Phuatong
Тексты
Записи
শিল্পী:এন্ড্রু কিশোর

===

তোমায় সখি ভালোবাসি

===

তোমায় সখি ভালোবাসি বলিবো কি করিয়া

রাখবো তোমায় বুকে ধরিয়া

ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া

===

তোমায় সখি ভালোবাসি বলিবো কি করিয়া

তোমায় সখি ভালোবাসি, বলিবো কি করিয়া

রাখবো তোমায় বুকে ধরিয়া

ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া

===

===

রাগ কইরোনা ওগো কুন্য আমার আমার কথা শোনো

সারাজিবন আমি তোমার এই কথাটি মানো

রাগ কইরোনা ওগো কুন্য আমার আমার কথা শোনো

সারাজিবন আমি তোমার এই কথাটি মানো

মজনো হইয়া তোমার প্রেমে

===

মজনো হইয়া তোমার প্রেমে

যাব আমি মরিয়া

রাখবো তোমায় বুকে ধরিয়া

ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া

===

===

মাঝিরে=========এ=এ=

বইটা ছালা ও জোরে সোরে উড়াইয়া পাল

পিরিতেরই গহীন গাঙ্গে ছাড়ি ও না হাল

ও মাঝি ছাড়ি ও না হাল

===

চালাও চালাও সুজন মাঝি

তোমার নৌকাখানা

পাড়ের কড়ি বুইঝা লইয়ো

তুমি ষোল আনা মাঝি,

লইয়ো ষোল আনা

মাঝি লইয়ো ষোল আনা

===

===

তুমি কুন্য দিন দুপুরে মন করিলা চোঁরি

হইলাম আমি প্রেম দিওনা এখন কি যে করি

তুমি কুন্য দিন দুপুরে মন করিলা চোঁরি

হইলাম আমি প্রেম দিওনা এখন কি যে করি

দুই চোঁখেতে আন্ধার দেখি

===

দুই চোঁখেতে আন্ধার দেখি

তোমার প্রেমে পড়িয়া

রাখবো তোমায় বুকে ধরিয়া

ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া

===

তোমায় সখি ভালোবাসি বলিবো কি করিয়া

রাখবো তোমায় বুকে ধরিয়া

===

তোমায় সখি ভালোবাসি বলিবো কি করিয়া

রাখবো তোমায় বুকে ধরিয়া

ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া

ও সখি গো রাখবো তোমায় বুকে ধরিয়া

ও সখি গো রাখবো তোমায় বুকে.. ধরিয়া..

?ধন্যবাদ?

Еще от J+F

Смотреть всеlogo

Тебе Может Понравиться