menu-iconlogo
huatong
huatong
avatar

আরে যার কারণে ছারলাম আমি জগত

Jisan Khan Shuvohuatong
mier_echohuatong
Тексты
Записи
আরে যার কারণে ছাড়লাম আমি জগত ও সংসার

তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার

আমার দুঃখে কাঁন্দে আকাশ কাঁন্দেরে জমিন

নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

যার কারণে ছাড়লাম আমি জগত ও সংসার

তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার

আমার দুঃখে কাঁন্দে আকাশ কাঁন্দেরে জমিন

নিদয়া তুই পাষাণ বন্ধু এতো রে কঠিন

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এতো করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এত করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ

️প্লিজ জয়েন্ট শেষে দিবেন ️

সবাইকে ধন্যবাদ

Еще от Jisan Khan Shuvo

Смотреть всеlogo

Тебе Может Понравиться

আরে যার কারণে ছারলাম আমি জগত от Jisan Khan Shuvo - Тексты & Каверы