menu-iconlogo
huatong
huatong
avatar

ভুলিনি তোমায় আজও Bhulini Tomay Ajo

Jisan Khan Shuvohuatong
qtpy52288huatong
Тексты
Записи
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

এই জীবনে পাওয়া উপহারের মাঝে

এই জীবনে পাওয়া, উপহারের মাঝে

তুমি সবচেয়ে দামি।

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

হয়তো একদিন আসবে যেদিন

রাখবেনা মনে আমাকে

ভুলে যাবে পেছনের সবকিছু

ভালোবাসবে অন্য কাউকে

ও হয়তো একদিন আসবে যেদিন

রাখবেনা মনে আমাকে

ভুলে যাবে পেছনের সবকিছু

ভালোবাসবে অন্য কাউকে

সময়ের ব্যাবধানে নিয়তির এ খেলায়

হেরে গেছি আজ আমি

ও ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

ও আজ ও তোমার সেই স্মৃতি গুলো

আমাকে তাড়া করে বেড়ায়

তোমার মুখের সেই মায়াবী হাঁসি

ক্ষনে ক্ষনে মনে পড়ে যায়

ও আজ ও তোমার সেই স্মৃতি গুলো

আমাকে তাড়া করে বেড়ায়

তোমার মুখের সেই মায়াবী হাঁসি

ক্ষনে ক্ষনে মনে পড়ে যায়

সময়ের ব্যাবধানে নিয়তির এ খেলায়

হেরে গেছি আজ আমি

ও ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

Еще от Jisan Khan Shuvo

Смотреть всеlogo

Тебе Может Понравиться

ভুলিনি তোমায় আজও Bhulini Tomay Ajo от Jisan Khan Shuvo - Тексты & Каверы