menu-iconlogo
huatong
huatong
Тексты
Записи
তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয়

তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয়

তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয়

তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয়

সারা রাত ধরে মায়া বন্দরে তোর ঠিকানা

খুঁজে খুঁজে আশ মেটে না

তোকে ছাড়া দিন কাটে না

সুর কাটে তাল লাগে না

তোকে ছাড়া ভাল লাগে না

তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয়

তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয়

মিছি মিছি কিছু মিছু খুনসুটি, তোর আমার

মেঘেদের কলরবে স্কুল ছুটি, বৃষ্টি নামায়

ডাক নামে ডেকে ওঠে চুপিসারে, প্রিয় পিছুটান

স্বপ্নের অক্ষরে ডানা মেলে, অবাক ওড়ান

তোকে অন্য নামে ডাকতে ইচ্ছে হয়

তোর গন্ধ মেখে থাকতে ইচ্ছে হয়

হা... সারা রাত ধরে মায়া বন্দরে তোর ঠিকানা

খুঁজে খুঁজে আশ মেটে না

তোকে ছাড়া দিন কাটে না

সুর কাটে তাল লাগে না

তোকে ছাড়া ভাল লাগে না

খুঁজে খুঁজে আশ মেটে না

তোকে ছাড়া দিন কাটে না

সুর কাটে তাল লাগে না

তোকে ছাড়া ভাল লাগে না

Еще от Jubin Nautiyal/Jeet Gannguli/Ritam Sen

Смотреть всеlogo

Тебе Может Понравиться