menu-iconlogo
huatong
huatong
juicy-j--cover-image

তোমায় পেলাম এলো মনে

Juicy Jhuatong
voodoochile9huatong
Тексты
Записи
তোমায় পেলাম এলো মনে

হাজার আলোর বন্যা

তোমায় পেলাম এলো মনে

হাজার আলোর বন্যা

আজ থেকে শুধু তোমার হলাম

অন্য কারো না

অন্য কারো না সাথী অন্য কারো না

তোমায় পেলাম ভাগ্য গুনে..

শোনগো রাজ কন্যা

তোমায় পেলাম ভাগ্য গুনে

শোনগো রাজ কন্যা

আজ থেকে শুধু তোমার হলাম

অন্য কারো না

অন্য কারো না সাথী অন্য কারো না

আমার হাতে লেখা ছিল

তোমার ভালবাসা

তাইতো এতো কাছে এলাম

পূর্ণ হলো আশা

জীবনেরি স্বাদ পেলাম..

আজকে নতুন করে

সুখ যেনো হাত বাড়িয়ে

এলো আমার ঘরে

সপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা

সপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা

আজ থেকে শুধু তোমার হলাম

অন্য কারো না

অন্য কারো না সাথী অন্য কারো না..

দুস্ট নদী যতই খোজুক..

এদিকে ওদিকে নিশানা

মিলবে এসে পথের শেষে

সাগর যে তার ঠিকানা

লাগলো মনের পালে

খুশির খেয়া লনে

আজকে বলো সু্যটাকে

নাইবা অস্ত গেলে

ও মনে জাগে তোমায় ঘিরে..

কত হাজার বর্ণনা

মনে জাগে তোমায় ঘিরে

কত হাজার বর্ণনা

আজ থেকে শুধু তোমার হলাম

অন্য কারো না

অন্য কারো না সাথী অন্য কারো না

তোমায় পেলাম এলো মনে

হাজার আলোর বন্যা

ও তোমায় পেলাম ভাগ্য গুনে..

শোনগো রাজ কন্যা

আজ থেকে শুধু তোমার হলাম

অন্য কারো না

হে অন্য কারো না সাথী অন্য কারো না..

অন্য কারো না সাথী অন্য কারো না

অন্য কারো না সাথী অন্য কারো না..

Еще от Juicy J

Смотреть всеlogo

Тебе Может Понравиться