menu-iconlogo
huatong
huatong
kajol-chatterjee-nirob-rater-kahini-cover-image

Nirob Rater Kahini

Kajol Chatterjeehuatong
humairaa1huatong
Тексты
Записи
জানি না তো আর দেখা হবে কি হবে না

হয়তো আমায় কাল মনেই রবে না

জানি না তো আর দেখা হবে কি হবে না

হয়তো আমায় কাল মনেই রবে না

হতেই পারে হাজার মুখোশের ভিড়ে

আমি হারিয়ে যাবো, আর খুঁজেই পাবে না

রাত চলে যায়, যাক না

এভাবে আমায় বুকে ধরে রাখো

চাঁদ ফিরে যায়, যাক না

এভাবে আমায় বুকে ধরে রাখো

আর কিছুক্ষণ থাকবে এ শ্বাস

আর কিছুক্ষণ থাকবে এ শ্বাস

এভাবে আমায় বুকে ধরে রাখো

দেখো জড়িয়ে ধরেছি বুকে তোমার কবিতা

দু'-চার ফোঁটা কান্না, ভিজে সব একাকার

নীরবে থাক তোমার-আমার এই কাহিনী

আমি নাহয় মেনে নেবো এভাবেই তোমায় পাওয়া

কী হবে আর আমাকে আগলে রেখে

কী হবে আর আমাকে আগলে রেখে

আমি নদীর মতোই সাগরে হারিয়ে যাবো

চাঁদ ফিরে যায়, যাক না

এভাবে আমায় বুকে ধরে রাখো

আর কিছুক্ষণ থাকবে এ শ্বাস

আর কিছুক্ষণ থাকবে এ শ্বাস

এভাবে আমায় বুকে ধরে রাখো

Еще от Kajol Chatterjee

Смотреть всеlogo

Тебе Может Понравиться