menu-iconlogo
huatong
huatong
kamruzzaman-rabbi--cover-image

আপন ভেবে প্রান বন্ধুরে

Kamruzzaman rabbihuatong
opi_umhuatong
Тексты
Записи
আপলোড বাই

গান, আপন ভেবে প্রাণবন্ধু রে

ভুকেতে দিয়াছি টাই

শিল্পী.কামরুজ্জামান রাব্বি

আপন ভেবে প্রাণ বন্ধু রে

আপন ভেবে প্রাণ বন্ধু রে

বুকেতে দিয়াছি ঠাই

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই গো

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই

আপন ভেবে প্রাণ বন্ধু রে

আপন ভেবে.....প্রাণ বন্ধু রে

আপন ভেবে প্রাণ বন্ধু রে

বুকেতে দিয়াছি ঠাই

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই গো

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই

ভালো লাগলে লাইক

দিতে ভুলবেন না

জানতাম যদি নিঠুর তাহার মন

জানতাম যদি নিঠুর তাহার মন

তবে কি আর সপে দিতাম

ওই লাকের যৌবন গো

ওই লাকের যৌবন

জানতাম যদি নিঠুর তাহার মন

তবে কি আর সপে দিতাম

ওই লাকের যৌবন গো

ওই লাকের যৌবন

প্রেমা অনলে সোনার বদন

প্রেমা অনলে...সোনার বদন

প্রেমা অনলে সোনার বদন

জলে পুড়ে হইলো চাই

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই গো

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই

এই কি গো তার প্রেমেরো রীতি

এই কি গো তার প্রেমেরো রীতি

দুঃখ দেয়া জানে শুধু

মনে নাই পিরিতি গো

মনে নাই পিরিতি

এই কি গো তার প্রেমেরো রীতি

দুঃখ দেয়া জানে শুধু

মনে নাই পিরিতি গো

মনে নাই পিরিতি

গুটাইয়া আমার দুর গতি

গুটাইয়া আমার...দুর গতি

গুটাইয়া আমার দুর গতি

ওখুলে গেলো ভাষাই

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই গো

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই

সাথে থাকার জন্য সবাইকে ধ্যনবাদ

লোক সমাজে কেমনে দেখাই মুখ

লোক সমাজে কেমনে দেখাই মুখ

প্রেম করিয়া এই জগৎতে

পাইলাম না রে সুখ

আমি পাইলাম না রে সুখ

লোক সমাজে কেমনে দেখাই মুখ

প্রেম করিয়া এই জগৎতে

পাইলাম না রে সুখ

আমি পাইলাম না রে সুখ

হিরুন বলে এই পুড়া বুক

হিরুন বলে...এই পুড়া বুক

হিরুন বলে এই পুড়া বুক

কি দিয়া বলো জুড়াই

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই গো

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই

আপন ভেবে প্রাণ বন্ধু রে

আপন ভেবে প্রাণ বন্ধু রে

বুকেতে দিয়াছি ঠাই

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই গো

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই

আপন ভেবে প্রাণ বন্ধু রে

আপন ভেবে প্রাণ বন্ধু রে

বুকেতে দিয়াছি ঠাই

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই গো

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই

এমন করে কাঁদাবে সে

আগে বুঝি নাই

সবাইকে ধ্যনবাদ

Еще от Kamruzzaman rabbi

Смотреть всеlogo

Тебе Может Понравиться