menu-iconlogo
huatong
huatong
kanak-chapa--cover-image

*যদি সুন্দর একটা মুখ পাইতাম

Kanak Chapahuatong
⚜️⃟💚𝗠𝗼𝘇i𝗯⚜️⃟💚💠🆉🅼🅻💠huatong
Тексты
Записи
যদি সুন্দর একটা মুখ পাইতাম

যদি সুন্দর একটা মন পাইতাম

সদর ঘাটের পানের খিলি তারে

বানাই খাওয়াইতাম

যদি সুন্দর একটা মুখ পাইতাম

যদি সুন্দর একটা মন পাইতাম

সদর ঘাটের পানের খিলি তারে

বানাই খাওয়াইতাম

এক দিন তারে কাছে পেলে

এক দিন তারে কাছে পেলে

রসের পিড়িত শিখাইতাম

আমি রসের পিড়িত শিখাইতাম

সদর ঘাটের পানের খিলি তারে

বানাই খাওয়াইতাম

নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর

মাঝে মাঝে পান চিবাইত হাসিরও ভিতর

নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর

মাঝে মাঝে পান চিবাইত হাসিরও ভিতর

প্রেমের মালা দুটি হাতে

প্রেমের মালা দুটি হাতে

তারই গলায় পরাইতাম

আমি তারই গলায় পরাইতাম

সদর ঘাটের পানের খিলি তারে

বানাই খাওয়াইতাম

রসের কথা রসের পিড়িত যদি সে না জানে

দু ' চার কথা কইতাম তারে প্রেমের কারণে

নর - নারীর সাধের পিড়িত

নর - নারীর রসের পিড়িত

কি মজা তারে বুঝাইতাম

আমি কি মজা তারে শিখাইতাম

সদর ঘাটের পানের খিলি তারে

বানাই খাওয়াইতাম

যদি সুন্দর একটা মুখ পাইতাম

যদি সুন্দর একটা মন পাইতাম

সদর ঘাটের পানের খিলি তারে

বানাই খাওয়াইতাম

Еще от Kanak Chapa

Смотреть всеlogo

Тебе Может Понравиться