"দুই নয়নে তোমায় দেখে"
শিল্পীঃ সাবিনা ইয়াসমীন ও এন্ডু কিশোর
? মেয়েঃ দুই নয়নে তোমায় দেখে
নেশা কাটেনা দেখার নেশা কাটেনা
দুই নয়নে তোমায় দেখে
নেশা কাটেনা দেখার নেশা কাটেনা
হাজার নয়ন দাওনা আমায়, লক্ষ নয়ন দাওনা.....
? ছেলেঃ এক হৃদয়ে ভালোবেসে
আশা মেটেনা মনের আশা মেটেনা
এক হৃদয়ে ভালোবেসে
আশা মেটেনা মনের আশা মেটেনা
হাজার হৃদয় দাওনা আমায় লক্ষ হৃদয় দাওনা.....
Uploaded ?BIPU?সূরের ছোঁয়া?Follow me
? মেয়েঃ দুই নয়নে তোমায় দেখে
নেশা কাটেনা দেখার নেশা কাটেনা
? ছেলেঃ গড়িলো তোমায় যে’জন
না জানি সে কেমন,
গড়িলো তোমায় যে’জন
না জানি সে কেমন,
দিলো একই অঙ্গ জুড়ে চন্দ্র তারার কিরণ
? মেয়েঃ সেই কিরণে লাগে গ্রহণ, দেখা যখন পাইনা....
? ছেলেঃ দুই নয়নে তোমায় দেখে
নেশা কাটেনা দেখার নেশা কাটেনা
? মেয়েঃ এক হৃদয়ে ভালোবেসে
আশা মেটেনা মনের আশা মেটেনা
? মেয়েঃ কেনো যে হলো এমন অল্প দিনের জীবন
কেনো যে হলো এমন অল্প দিনের জীবন
ফুলের মত যায় গো ঝরে না ফুরিতে স্বপন
? ছেলেঃ এই জনমে আর জনমে একা হতে চাইনা....
? মেয়েঃ দুই নয়নে তোমায় দেখে
নেশা কাটেনা দেখার নেশা কাটেনা
হাজার নয়ন দাওনা আমায় লক্ষ নয়ন দাওনা...
? ছেলেঃ এক হৃদয়ে ভালোবেসে
আশা মেটেনা মনের আশা মেটেনা
হাজার হৃদয় দাওনা আমায় লক্ষ হৃদয় দাওনা...
? ? ছেলে+ মেয়েঃ হুম হুম হুম হুম হুম হুম হুম হুম
লা লা লা লা লা
হুম হুম লা লা লা লা লা
? যবানিকা ?