menu-iconlogo
huatong
huatong
avatar

গান গাই আমার মনরে বুঝাই Gan Gai Amar

Kaya/Habib Wahidhuatong
bigfour0huatong
Тексты
Записи
গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া ,

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া ,

আর কিছু চায়না মনে গান ছাড়া,গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া ,

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া ,

আর কিছু চায়না মনে গান ছাড়া,গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গানে বন্দুরে ডাকি

গানে প্রেমের ছবি আঁকি

গানে বন্দুরে ডাকি

গানে প্রেমের ছবি আঁকি

পাবো বলে আশা রাখি

না পাইলে যাবো মারা

পাবো বলে আশা রাখি

না পাইলে যাবো মারা

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুজাই

মন থাকে পাগল পাড়া ,

গান গাই আমার মনরে বুজাই

মন থাকে পাগল পাড়া,

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান আমার জপমালা

গানে খুলে প্রেমের তালা

গান আমার জপমালা

গানে খুলে প্রেমের তালা

প্রাণ বন্দু চিকন কালা

অন্তরে দেয় ইশারা

প্রাণ বন্দু চিকন কালা

অন্তরে দেয় ইশারা

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া ,

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া ,

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

ভাবে করিম দীনহিন

আসবে কি আর শুভ দিন

ভাবে করিম দীনহিন

আসবে কি আর শুভ দিন

জ্বল ছাড়া কি বাঁচিবে মাছ

ডুবলে কি ভাসে মরা

জ্বল ছাড়া কি বাঁচিবে মাছ

ডুবলে কি ভাসে মরা

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া ,

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া ,

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া

Еще от Kaya/Habib Wahid

Смотреть всеlogo

Тебе Может Понравиться