menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-ajo-modhuro-banshori-banje-cover-image

Ajo Modhuro Banshori Banje

Kazi Nazrul Islamhuatong
MarineBirdhuatong
Тексты
Записи
আগ্নিবীনার

ঝংকারে ফুটা

তুমি আগুনের ফুল

তোমারি গানের

ফুল দিয়ে

পূঁজা করি

কবি নজরুল

কবি নজরুল

Interlude

আজো মধুর বাঁশরী বাঁজে

বাঁজে মধুর বাঁশরী বাঁজে

গোধুলী লগনে বুকের মাঝে

গোধুলী লগনে বুকের মাঝে

মধুর বাঁশরী বাঁজে

বাঁজে মধুর বাঁশরী বাঁজে

Interlude

আজো মনে হয় সহসা কখনো

জলে ভরা দুটি ডাগর নয়ন

আজো মনে হয় সহসা কখনো

জলে ভরা দুটি ডাগর নয়ন

খনিকের ভূলে সেই চাপা ফুলে

ফেলে ছোটে যাওয়া লাজে

আজো মধুর বাঁশরী বাঁজে

বাঁজে মধুর বাঁশরী বাঁজে

Interlude

হারানো দিন বুঝি আসিবে না ফিরে

মন কাঁদে কেনো স্মৃতির তীরে..

মন... কাঁদে...

মন.... কাঁদে....

কেনো...

হারানো দিন বুঝি আসিবে না ফিরে

মন কাঁদে কেনো স্মৃতির তীরে

তবু মাঝে মাঝে আশা জাগে কেনো

আমি ভূলিয়াছি ভূলেনি সে যেনো

ঘোমতীর তীরে পাতার কুটীরে

আজো সে পথ চাহে সাঁজে

আজো মধুর বাঁশরী বাঁজে

বাঁজে মধুর বাঁশরী

মধুর বাঁশরী

মধুর বাঁশরী বাঁজে

Еще от Kazi Nazrul Islam

Смотреть всеlogo

Тебе Может Понравиться