menu-iconlogo
logo

আমি সাজাবো তোমারে Ami Sajabo Tomare

logo
Тексты

আমি সাজাবো তোমারে

আমার মনের মত করে

সাথী হয়ে আসো যদি আমারই ঘরে

আমি সাজাবো তোমারে

আমি সাজাবো তোমারে

আমার মনের মত করে

সাথী হয়ে আসো যদি আমারই ঘরে

আমি সাজাবো তোমারে

রাখবো তোমায় হৃদয়েরই ঘরে

দেখব তোমায় দুই নয়ন ভরে

রাখবো তোমায় হৃদয়েরই ঘরে

দেখব তোমায় দুই নয়ন ভরে

তুমি ছাড়া একা একা বাচি কি করে বন্ধু

তুমি ছাড়া একা একা বাচি কি করে

আমি সাজাবো তোমারে

আমার মনের মত করে

সাথী হয়ে আসো যদি আমারই ঘরে

আমি সাজাবো তোমারে

তুমি যদি আসো আমার কাছে

আমি তোমায় রাখবো আমার পাশে

তুমি যদি আসো আমার কাছে

আমি তোমায় রাখবো আমার পাশে

আমার গলার মালা খুলে দেবো তোমারে বন্ধু

আমার গলার মালা খুলে দেবো তোমারে

আমি সাজাবো তোমারে

আমার মনের মত করে

সাথী হয়ে আসো যদি আমারই ঘরে

আমি সাজাবো তোমারে

আমি সাজাবো তোমারে

আমার মনের মত করে

সাথী হয়ে আসো যদি আমারই ঘরে

আমি সাজাবো তোমারে

thanks

আমি সাজাবো তোমারে Ami Sajabo Tomare от Kazi Shuvo - Тексты & Каверы