menu-iconlogo
logo

অনেক সাধনার পরে আমি

logo
Тексты
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন

তুমি বুকে টেনে নাওনা প্রিয় আমাকে

আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন

বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে

জীবনে মরণে আঁধারে আলোতে থাকবো তোমার সাথে

বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে

জীবনে মরণে আঁধারে আলোতে থাকবো তোমার সাথে

তুমি বুকে টেনে নাওনা প্রিয় আমাকে

আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন

যাবেনা কখনো পুরিয়ে যাবেনা আমার ভালোবাসা

তোমাকে পেয়েছি ,পেয়েছি

আবারো বাঁচার নতুন আশা

যাবেনা কখনো পুরিয়ে যাবেনা আমার ভালোবাসা

তোমাকে পেয়েছি ,পেয়েছি

আবারো বাঁচার নতুন আশা

তুমি বুকে টেনে নাওনা প্রিয় আমাকে

আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন

তুমি বুকে টেনে নাওনা প্রিয় আমাকে

আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন

অনেক সাধনার পরে আমি от Khalid Hasan Millu/Konok Chapa - Тексты & Каверы