menu-iconlogo
huatong
huatong
avatar

kono karone ferano gelona কোনো কারণে

Khalidhuatong
robinlawson1huatong
Тексты
Записи
কোনো কারণেই, কোনো কারণেই

ফেরানো গেলনা তাকে

ফেরানো গেলনা কিছুতেই

কোনো বাঁধনেই, কোনো বাঁধনেই

বাঁধাতো গেলনা তাকে।

বাঁধাতো গেলনা কিছুতেই

সে যে হৃদয় পথের রোদে,

একরাশ মেঘ ছড়িয়ে।

হারিয়ে গেলো নিমেষেই

কোনো কারণেই, কোনো কারণেই

ফেরানো গেলনা তাকে

ফেরানো গেলনা কিছুতেই

কি কারণ যায়নি সে বলে..

কি ভূল আমি করেছি ভূলে..

অজস্র বার…আমি

ক্ষমা চেয়েছি নিজে জ্বলে

কি কারন যায়নি সে বলে..

সে যে হৃদয় পথের রোদে,

একরাশ মেঘ ছড়িয়ে।

হারিয়ে গেলো নিমেষেই

কোনো কারণেই, কোনো কারণেই

ফেরানো গেলনা তাকে

ফেরানো গেলনা কিছুতেই

নিঃসীম আধারে পথ চলা

নিজের সাথেই কথা বলা

বিষন্নতা বনধু যখন চেতনাতে

নিঃসীম আধারে পথ চলা

সে যে হৃদয় পথের রোদে,

একরাশ মেঘ ছড়িয়ে

হারিয়ে গেলো নিমেষেই

কোনো কারণেই, কোনো কারণেই

ফেরানো গেলনা তাকে

ফেরানো গেলনা কিছুতেই

কোনো বাঁধনেই, কোনো বাঁধনেই

বাঁধাতো গেলনা তাকে

বাঁধাতো গেলনা কিছুতেই

Еще от Khalid

Смотреть всеlogo

Тебе Может Понравиться