menu-iconlogo
huatong
huatong
avatar

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে

Khan Asifur Rahman Agun/Sabina Yasminhuatong
sendingmagicfeatherhuatong
Тексты
Записи
আ হা হা হা

অ হো হো হো

আ আ আ আ আ

পৃথিবীতে সুখ বলে

যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

জ্বালে পুড়ে মরার মাঝে

যদি কোনো সুখ থাকে

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

পৃথিবীর চার পাশে, যে দিকে তাকাই

সেখানেই তোমাকে, পাই খুঁজে পাই

পৃথিবীর চার পাশে, যে দিকে তাকাই

সেখানেই তোমাকে, পাই খুঁজে পাই

পাশা পাশি থাকবো

বুকে ধরে রাখবো

হৃদয়ের দাম দিয়ে, হৃদয় নিলাম

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

এ জীবন সংসার, বড় মধুময়

যদি গো সেখানে, ভালোবাসা রয়

এ জীবন সংসার, বড় মধুময়

যদি গো সেখানে, ভালোবাসা রয়

ভালোবেসে বাঁচবো

ভালোবেসে মরবো

যার বিনিময়ে আমি, তোমাকে পেলাম

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

পৃথিবীতে সুখ বলে

যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

জ্বালে পুড়ে মরার মাঝে

যদি কোনো সুখ থাকে

তার নাম ভালোবাসা, তার নাম প্রেম

Еще от Khan Asifur Rahman Agun/Sabina Yasmin

Смотреть всеlogo

Тебе Может Понравиться