লিরিক: প্রেমের খেলা অনেক হলো
শিল্পী: মোঃ খুরশিদ আলম ও মিনা বডুয়া
ছায়াছবি: নরম গরম
ট্র্যাক আপলোড: রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ
ছেলে: আরে প্রেমের খেলা অনেক হলো
মেয়ে আ. উ.
ছেলে: এবার সখী ঘরে চলো
মেয়ে: আ. উ.
তোমার বাবা আমার বাবা মিলে দুজন
ছেলে: হৈ হৈ
মেয়ে: দেখেশুনে ঠিক করেছে বিয়ের লগন
ছেলে: বধূ দোহাই তুমি এবার ঘোমটা খোলো
মেয়ে: প্রেমের খেলা অনেক হলো
ছেলে: আ. উ.
মেয়ে: এখন সবই এলোমেলো
ছেলে: আ. উ.
তোমার বাবা আমার বাবা মিলে দুজন
দেখেশুনে ঠিক করেছে বিয়ের লগন
মেয়ে: হায়রে এতোদিনে বুঝি সুদিন এলো
ছেলে: হেই প্রেমের খেলা অনেক হলো
মেয়ে: আ. উ.
ছেলে: শ্বশুরবাড়ি যাবে চলো ও
MUSIC
ছেলে: হে~ আরে বিয়ে-শাদি হবার পরে
বধু নিয়ে যাবো তোমায় ঘরে~
মেয়ে: ঘরে নিয়ে করবে কি গো আমায় জ্বালাতন
ছেলে: নাহ্ না, নাহ্ না
মেয়ে: কথা দাও রাখবে আমায় রানীরও মতন
ছেলে: হাহ্ হা হা্
মেয়ে: দিনে রাতে
ছেলে: রবে সাথে
ছেলে+মেয়ে: আরে জ্বালবো দুজন মিলে আশার আলো
ছেলে: হেই প্রেমের খেলা অনেক হলো
মেয়ে: আ উ
ছেলে: শ্বশুরবাড়ি যাবে চলো, এউ
MUSIC
মেয়ে: হেই~ মোদের বিয়েশাদি হয়ে গেল
তুমি দেবে কী আমায় বলো~
ছেলে: ছেলে দেবো মেয়ে দেবো দেবো অলঙ্কার
মেয়ে: চুপচাপ্ চুপচাপ্
ছেলে: আরও তোমায় দেবো আমি বধূর অহংকার
মেয়ে: আ. আ. আ.
ছেলে: ভালোবেসে
মেয়ে: কাছে এসে
ছেলে+মেয়ে: আরে আপন করে নেবে আমায় বলো
ছেলে: হেই প্রেমের খেলা অনেক হলো
মেয়ে: আ. উ.
ছেলে: শ্বশুরবাড়ি যাবে চলো
মেয়ে: আ. উ.
তোমার বাবা আমার বাবা মিলে দুজন
ছেলে: হৈ হৈ
মেয়ে: দেখেশুনে ঠিক করেছে বিয়ের লগন
ছেলে: বধূ দোহাই তুমি এবার ঘোমটা খোলো
মেয়ে: প্রেমের খেলা অনেক হলো
ছেলে: আ. উ.
মেয়ে: এখন সবই এলোমেলো
ছেলে: আ. উ.
তোমার বাবা আমার বাবা মিলে দুজন
দেখেশুনে ঠিক করেছে বিয়ের লগন
মেয়ে: হায়রে এতোদিনে বুঝি সুদিন এলো
ছেলে: হেই প্রেমের খেলা অনেক হলো
মেয়ে: আ. উ.
ছেলে: শ্বশুরবাড়ি যাবে চলো
মেয়ে: আ. উ.
ছেলে: হেই প্রেমের খেলা অনেক হলো
মেয়ে: আ. উ.
ধন্যবাদ