বন্দি পাখির মত, মনটা কেঁদে মরে, 
মুক্ত আকাশখানি, কে আমার নিলো কেড়ে, 
ও পাহাড়, ও নদী, 
বলে দাও কি নিয়ে, 
থাকি, এ ব্যাথা কি দিয়ে ঢেকে রাখি 
বন্দি পাখির মত, মনটা কেঁদে মরে। 
  স্বর্ণ ঈগল মন আমার, 
অসীম আকাশে উড়ে না আর, 
স্বর্ণ ঈগল মন আমার, 
অসীম আকাশে উড়ে না আর, 
ডানা তার ভেঙ্গে গেছে, 
ঝড়ের আঘাতে জানো না কি, 
ও পাহাড়, ও নদী, 
বলে দাও কি নিয়ে, 
থাকি, এ ব্যাথা কি দিয়ে ঢেকে রাখি 
বন্দি পাখির মত, মনটা কেঁদে মরে। 
দিনের আলো রাতের আঁধার, 
আমার চোখে সবই আঁধার, 
দিনের আলো রাতের আঁধার, 
আমার চোখে সবই আঁধার, 
জানি না এ জীবনে, 
কত ব্যাথা আছে বাকি, 
ও পাহাড়, ও নদী, 
বলে দাও কি নিয়ে, 
থাকি, এ ব্যাথা কি দিয়ে ঢেকে রাখি 
বন্দি পাখির মত, মনটা কেঁদে মরে, 
মুক্ত আকাশখানি, কে আমার নিলো কেড়ে, 
ও পাহাড়, ও নদী, 
বলে দাও কি নিয়ে, 
থাকি, এ ব্যাথা কি দিয়ে ঢেকে রাখি 
বন্দি পাখির মত, মনটা কেঁদে মরে, 
মুক্ত আকাশখানি, কে আমার নিলো কেড়ে। 
দয়া করে কপি করবেন না। 
গান গাওয়া উপভোগ করুন।