menu-iconlogo
huatong
huatong
kishor-kumaranupama-deshpandey-jani-jekhanei-thaki-cover-image

Jani Jekhanei Thaki

Kishor Kumar/Anupama Deshpandeyhuatong
rsmi108huatong
Тексты
Записи
হুঁম..উম..হুঁম..হুঁম..

হুঁম..উম..হুঁম..হুঁম..

আ..আ..আ.....

শিল্পী কিশোর কুমার

প্রথম; ছেলে কন্ঠ

দ্বিতীয়; মেয়ে কন্ঠ

জানি জেখানেই থাকো এখনো তুমি যে

মোর গান ভালোবাসো

জানি জেখানেই থাকো এখনো তুমি যে

মোর গান ভালোবাসো

আমি তাই গেয়ে যাই গান শুনে তুমি

কাছে যাতে ছুটে আসো

মোর গান ভালোবাসো

জানি জেখানেই থাকো....

এ গান তোমায় বোঝে

তাই এভাবে তোমাকে খোঁজে

এ গান তোমায় বোঝে

তাই এভাবে তোমাকে খোঁজে

সে জানে তাহার কান্না হাসিতে

তুমি আজো কাঁদো হাসো

মোর গান ভালোবাসো

আ..আহা..হা..আ..হা..হা....

আ..আ..আ....

হুম..উম..হুম..হুম....

লা.. লা.. লা.. লালালা..লা....

শুনে যাক সবাই কি গান আমার মুখে

শুধু তুমি শোনো কি গান আমার বুকে

শুনে যাক সবাই কি গান আমার মুখে

আ..আ..আ..আ..আ..আ.

আ..আ..আ..

এবার আড়াল তোলো

যদি দুঃখ থাকেতো ভোলো

এসো গো আমার স্বপ্ন সাগরে

সোনার তরীতে ভাসো

মোর গান ভালোবাসো

জানি জেখানেই থাকো....

বিদায় বন্ধু

Еще от Kishor Kumar/Anupama Deshpandey

Смотреть всеlogo

Тебе Может Понравиться