menu-iconlogo
huatong
huatong
kishore-kumarsalil-chowdhury-mone-pade-sei-sab-cover-image

Mone Pade Sei Sab

Kishore Kumar/Salil Chowdhuryhuatong
salimoras17huatong
Тексты
Записи
মনে পড়ে

মনে পড়ে সেইসব দিন

সেইসব ঝরে যাওয়া স্বপ্ন রঙ্গিন

সেইসব ঋতু জুড়ে ফাগুনের দিন

মনে পড়ে সেইসব দিন

সেইসব ঝরে যাওয়া স্বপ্ন রঙ্গিন

সেইসব ঋতু জুড়ে ফাগুনের দিন

মনে পড়ে সেইসব দিন

মনে পড়ে সেইসব দিন

ভালোবাসা কি যে জাদু

কি যে মধু আছে তার পাত্রে ভরা

সকলই নতুন লাগে

নতুন এ ধরা

ভালোবাসা কি যে জাদু

কি যে মধু আছে তার পাত্রে ভরা

সকলই নতুন লাগে

নতুন এ ধরা

মধুর কি যে সে ব্যথা

না বলা কত সে কথা

চোখে চোখে চেয়ে শুধু

কেটে যাওয়া দিন

মনে পড়ে সেইসব দিন

মনে পড়ে সেইসব দিন

শুধু দু′জনায় মিলে সৃজন করা যে যায় বিশ্ব ভুবন

ভালো যে বেসেছে শুধু জানে সেইজন

শুধু দু'জনায় মিলে সৃজন করা যে যায় বিশ্ব ভুবন

ভালো যে বেসেছে শুধু জানে সেই জন

সে ভুবনে নাই সীমা, সারাক্ষণ পূর্ণিমা

মিলেমিশে এক হয়ে যায় রাত দিন

মনে পড়ে সেইসব দিন

সেইসব ঝরে যাওয়া স্বপ্ন রঙ্গিন

সেইসব ঋতু জুড়ে ফাগুনের দিন

মনে পড়ে সেইসব দিন

মনে পড়ে সেইসব দিন

Еще от Kishore Kumar/Salil Chowdhury

Смотреть всеlogo

Тебе Может Понравиться