menu-iconlogo
huatong
huatong
kishore-kumarlata-mangeshkar--cover-image

আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী

Kishore Kumar/Lata Mangeshkarhuatong
sogekihei1huatong
Тексты
Записи
আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী

আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী

তুমি সূর্য ওঠা ভোর আমার আর

তারায় ভরা রাতি

আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী

আমি তোমার ছায়া

তোমার আকাশ নীলে আমি

স্নিগ্ধ মেঘের মায়া

তোমায় কাছে পেয়ে

পৃথিবী তে কে আর সুখী বলো আমার চেয়ে

আমি তোমার ছায়া

তোমার আকাশ নীলে আমি

স্নিগ্ধ মেঘের মায়া

তোমায় কাছে পেয়ে

পৃথিবী তে কে আর সুখী বলো আমার চেয়ে

তোমায় কাছে পেয়ে

হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাতি

আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী

তুমি ছেড়োনা হাত পথে

যদি আঁধার আসে নেমে

গ্রহণ যত করো আমায়

ততোই বাঁধো প্রেমে

তুমি ছেড়োনা হাত পথে

যদি আঁধার আসে নেমে

গ্রহণ যত করো আমায়

ততোই বাঁধো প্রেমে

পাশে আমার থাকো

জীবন টাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো

পাশে আমার থাকো

তোমার পূজার দুঃখ সুখের

প্রেমের মালা গাঁথি

আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী

তুমি সূর্য ওঠা ভোর আমার আর

তারায় ভরা রাতি

আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী

Еще от Kishore Kumar/Lata Mangeshkar

Смотреть всеlogo

Тебе Может Понравиться