menu-iconlogo
huatong
huatong
avatar

Milon Hobe Koto Dine মিলন হবে কত দিনে

Konok Capahuatong
robinsenguptahuatong
Тексты
Записи
মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষেরও সনে

আমার মনের মানুষেরও সনে।

মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষেরও সনে

আমার মনের মানুষেরও সনে।

চাতকও প্রায় অহর্নিশি

চেয়ে আছি কালো শশী

চাতকও প্রায় অহর্নিশি

চেয়ে আছি কালো শশী

হব বলে চরণও দাসী,

হব বলে চরণও দাসী,

ও তা হয় না কপাল গুণে

ও তা হয় না কপাল গুণে।

আমার মনের মানুষেরও সনে

আমার মনের মানুষেরও সনে।

মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষেরও সনে

আমার মনের মানুষেরও সনে।

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন

লুকালে না পায় অন্বেষণ,

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন

লুকালে না পায় অন্বেষণ,

কালারে হারায়ে তেমন

কালারে হারায়ে তেমন

ঐ রূপ হেরিয়ে দর্পণে

ঐ রূপ হেরিয়ে দর্পণে

আমার মনের মানুষেরও সনে

আমার মনের মানুষেরও সনে।

মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষেরও সনে

আমার মনের মানুষেরও সনে

মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষেরও সনে

আমার মনের মানুষেরও সনে

আমার মনের মানুষেরও সনে

আমার মনের মানুষেরও সনে

ধন্যবাদ

Еще от Konok Capa

Смотреть всеlogo

Тебе Может Понравиться