menu-iconlogo
huatong
huatong
avatar

Deho Ghori

Koushik Chakrabortyhuatong
🅼💟🅼Arijit_Chowdhuryhuatong
Тексты
Записи
থাকের একখান কেস বানাইয়া

মেশিন দিছে তার ভিতর..

রং বেরংয়ের বার্নিশ করা

দেখতে ঘড়ি কি সুন্দর,

দেখতে ঘড়ি কি সুন্দর।

ঘড়ির তিন পাটে তে গড়ন সারা

বয়লারের মেশিনের গড়া।

(ঘড়ির) তিন পাটে তে গড়ন সারা

বয়লারের মেশিনের গড়া।

তিনশ ষাটটি স্ক্রুপ মারা,

ষোলজন পাহারায় আছে।

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি

কোন মিস্ত্ররী বানাইয়াছে,

মন আমার দেহ ঘড়ি।

(মন আমার) দেহ ঘড়ি সন্ধান করি

কোন মিস্ত্ররী বানাইয়াছে,

মন আমার দেহ ঘড়ি।

ঘড়ি হেয়ার স্প্রেডিং, ফ্যাপসা স্পেসিং

লিভার হইলো কলিজায়..

ছয়টি বলে আজব কলে,

দিবানিশি প্রেম খেলায়।

দিবানিশি প্রেম খেলায়।

ঘড়ির তিন কাটা বার জুয়েলে

মিনিট কাটা হইলো দিলে,

(ঘড়ির) তিন কাটা বার জুয়েলে

মিনিট কাটা হইলো দিলে,

ঘন্টার কাটা হয় আক্কেলে

মনটারে সেকেন্ডে দিসে।

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি

কোন মিস্ত্ররী বানাইয়াছে,

মন আমার দেহ ঘড়ি।

(মন আমার) দেহ ঘড়ি সন্ধান করি

কোন মিস্ত্ররী বানাইয়াছে,

মন আমার দেহ ঘড়ি।

---------------

ঘড়ির কেসটা বত্রিশ চাকের,

কলে কব্জা বেসুমার..

দুইশো ছয়টা হাড়ের জোড়া,

বাহাত্তর হাজারও তার।

বাহাত্তর হাজারও তার।

দেহঘড়ি চৌদ্দতলা,

তার ভিতরে দশটি নালা,

দেহঘড়ি চৌদ্দতলা,

তার ভিতরে দশটি নালা,

একটা বন্ধ নয়টা খোলা

গোপনে এক তালা আছে।

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি

কোন মিস্ত্ররী বানাইয়াছে,

মন আমার দেহ ঘড়ি।

(মন আমার) দেহ ঘড়ি সন্ধান করি

কোন মিস্ত্ররী বানাইয়াছে,

মন আমার দেহ ঘড়ি।

আলাউদ্দিনে ভেবে বলে,

ওরে আমার মনবোকা..

রহমিয়ার কর্মদোষে হইল না ঘড়ির দেখা।

হইল না ঘড়ির দেখা।

যদি ঘড়ি চিনতে পারতাম,

ঘড়ির জুয়েল বদলাইতাম,

(আমি) যদি ঘড়ি চিনতে পারতাম,

ঘড়ির জুয়েল বদলাইতাম,

ঘড়ির জুয়েল বদলাইবো,

কেমনে যাই মিস্ত্ররীর কাছে?

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি

কোন মিস্ত্ররী বানাইয়াছে,

মন আমার দেহ ঘড়ি।

(মন আমার) দেহ ঘড়ি সন্ধান করি

কোন মিস্ত্ররী বানাইয়াছে,

মন আমার দেহ ঘড়ি।

একখান চাবি মাইরা,

ও একখান চাবি মাইরা দিছে ছাইড়া

চাবি মাইরা দিছে ছাইড়া,

জনম ভইরা চলতে আছে

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি

কোন মিস্ত্ররী বানাইয়াছে,

মন আমার দেহ ঘড়ি ..

(মন আমার) দেহ ঘড়ি সন্ধান করি

কোন মিস্ত্ররী বানাইয়াছে,

মন আমার দেহ ঘড়ি ..

Еще от Koushik Chakraborty

Смотреть всеlogo

Тебе Может Понравиться